Saturday, November 17, 2012

ভিডিও ডাউনলোড করার ৫টি জনপ্রিয় ওয়েবটুলস, সম্পূর্ন ফ্রী…

Ads by Techtunes - tAds
Ultimate technology
বর্তমানে ভিডিও শেয়ারিং সাইটগুলি আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রয়োজনে অপ্রয়োজনে প্রায় প্রতিদিনই ভিডিও শেয়ারিং সাইটগুলিতে আমাদের ঢু মারতে হয়। তবে সমস্যায় পড়তে হয় যখন ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে প্রয়োজনীয় কোনো ভিডিও সরাসরি ডাউনলোড করা যায়না।
তবে বর্তমানে অনেক সাইট এই সমস্যার সহজ সমাধান দিচ্ছে, যার কয়েকটি নিচে উল্লেখ করছি-

KeepVid

keepvid
আমার জানামতে ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করার জন্য KeepVid বর্তমানে সবচেয়ে জনপ্রিয়।  প্রায় অধিকাংশ জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইটের ভিডিও ডাউনলোড করা যায় এই সাইটের মাধ্যমে। সাইটে গিয়ে শুধুমাত্র লিঙ্ক পেস্ট করেই ডাউনলোড করা যাবে কাঙ্ক্ষিত ভিডিওটি। আরেকটি বৈশিষ্ঠ্য হলো এই সাইটের টপ ভিডিও সেকশনে জনপ্রিয় ভিডিওর লিস্ট আছে যেখান থেকে খুব সহজেই জনপ্রিয় ভিডিওগুলো ডাউনলোড করা যাবে।

ClipNabber

clipnadder
ClipNabber শুধুমাত্র ইউ আর এল কপি পেস্টের মাধ্যমে ইউটিউব, মেটাক্যাফে সহ অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে দেয়। যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার ইউ আর এল টি এই সাইটে পেস্ট করলে একটি ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে যার মাধ্যমে কম্পিউটার, আইপড, আইফোন সহ অন্যান্য মিডিয়া প্লেয়ার এর জন্য ভিডিও ডাউনলোড করা যাবে।

VideoDownloader

logovd
VideoDownloader হচ্ছে একটি ফায়ারফক্স এক্সটেনশন। এটি দিয়ে ইউ আর এল পেস্টের মাধ্যমে যেকোনো সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যাবে। এমনকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন My Space থেকেও ভিডিও ডাউনলোড করা যাবে এই সাইটের সাহায্যে। এছাড়া ভিডিও দেখার জন্য ফ্রী Flv প্লেয়ারও ডাউনলোড করা যাবে এই সাইট থেকে।

Zamzar

zamzar-logo
Zamzar হচ্ছে একটি ফ্রী অনলাইন ফাইল কনভারশন এপ্লিকেশন, যার সাহায্যে অনলাইনেই যেকোনো ভিডিও AVI, MPEG, 3GP, MP4, MOV ইত্যাদি ফরমেটে কনভার্ট করা যাবে। মিডিয়া ফাইল ছাড়াও ছবি ও বিভিন্ন ডকুমেন্টও কনভার্ট করা যাবে এই সাইটে।

Media Converter

media_converter
Media Converter অনেকটা Zamzar এর মতই। তবে এ সাইটের ভিডিও ডাউনলোড এবং কনভার্ট দুটোই করা যাবে। এই সাইটের আরেকটি আকর্ষনীয় দিক হচ্ছে- ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে সাইটের মডিউল গুলো বিভিন্ন স্থানে স্থানান্তর (যেটা টেকটিউনসের টিউনার প্যানেলেও আছে) করা যায়।

বোনাসঃ
সব বাংলা পত্রিকার লিঙ্ক একসাথে পেতে দেখুন-  All Bangla Newspaper
 

♥♥আপনার প্রিয় গান ডাউনলোড করার জন্য কিছু ওয়েবসাইট….

Ads by Techtunes - tAds
AjkerDeal.com | Surprise. Everyday
কম্পিউটারে গান শুনতে কে না পছন্দ করে !!! আমরা সবাই গান শুনতে পছন্দ করি। নতুন নতুন এলব্যামের অপেক্ষায় থাকি, প্রিয় গান গুলো খুজে থাকি বিভিন্ন ওয়েব সাইট এ । টেকটিউনস এ অনেক ই অনেক কিছু নিয়ে টিউন করে কিন্তু গান ডাউনলোড করার মত সাইট নিয়ে টিউন তেমন দেখলাম না... আমার এই টিউনটি তে আপনাদের পরিচয় করিয়ে দেব দেশী কিছু সাইট যেখান থেকে আপনি খুব সহজেই মানসম্পন্ন গান ডাউনলোড করতে পারবেন । অনেকের কাছে সাইট গুলো পরিচিত হতে পারে কারন সাইটগুলো গান ডাউনলোড করার জন্য খুবই জনপ্রিয় .....
প্রথমে যে ওয়েব সাইটটির কথা বলবো সেটি http://www.murchona.com (মূছর্ণা.কম) দারুন একটি সাইট বাংলা গানের বিশাল এক ভান্ডার রয়েছে এ সাইটটি তে । এছাড়া অনেক বাংলা বই, মিউজিক ভিডিও, নাটক, সিনেমা আছে। আরো আছে হিন্দি ইংরেজী সিনেমা, মিউজিক ভিডিও, ওয়ালপেপার, সফর্টওয়ার ইত্যাদি। ভাবে সাজানো হয়েছে সাইটটি একবার ভিজিট করে আসুন ... ভালো লাগবে। আর মনে রাখবেন সাইটিতে রেজিষ্টেশন করে প্রবেশ করতে হবে।এটা খুব সহজ...
মিউজক.কম.বিডি http://www.music.com.bd এই সাইটটিও খুব ভালো । এই ওয়েব সাইটটিতে শুধু এম.পি.থ্রি ফরমেট এ গান পাত্তয়া যায় । অডিও গান আছে অনেক । আপনি এই সাইটটি তে নতুন সব এলব্যাম ZIP ফারমেট এ পাবেন । আবার ইচ্ছে করলে ডাউনলোড না করেও অনলাইনে যে কোন গান শুনতে পাবেন। এই সাইটটি রেজিষ্টেশন করার প্রয়োজন নেই ...............
পোলাপাইন.কম http://www.polapain.com এই সাইটটি তে অনেক গান আছে। অনলাইনে রেডিও শোনা য়ায়। নতুন এলব্যামের খবর... কোন এলব্যাম আসছে তার তখ্য।এই সাইটটি তে একাউন্ট খুলে প্রবেশ করতে হয় এটা তেমন একটা কঠিন কাজ না। বিনোদনের আরো অনেক শাখা আছে...
http://www.doridro.com এ প্রচুর বাংলা গান আছে ডাউনলোড করার জন্য।গান ডাউনলোড করার জন্য আমার দেখা শ্রেষ্ঠ ওয়েব সাইট এটি । নাটক, মিউজিক ভিডিও, সিনেমা সব আছে এই সাইটটি তে ............. মোট কথা আপনাকে বিনোদন দেবার সব ই আছে ..........

এ রকম আরো অনেক ওয়েব সাইট আছে, যা থেকে আপনি খুব সহজে জনপ্রিয় আপনার প্রিয় অডিও গান, মিউজিক ভিডিও, নাটক, সিনেমা ইত্যাদি ডাউনলোড করতে পারবেন এবং নানা তথ্য পেয়ে থাকবেন ।
নিচে আরো কয়েকটি ওয়েব সাইটের ঠিকানা দেয়া হলো :-
অনেক সময় প্রিয় মোবাইল ফোনের জন্য ভিডিও গান প্রয়োজন হয়। এই সাইট টি থেকে আপনার মোবাইলের জন্য বাংলা, হিন্দি ইত্যাদি মিউজিক ভিডিও, রিংটোন, ওয়ালপেপার ফ্রি ডাউনলোড করতে পারবেন http://www.download3gpvideo.com
হিন্দি এম.পি.থ্রি গানের সম্রাজ্য আছে এখন যে সাইটটির কথা বলছি... সত্যি এমন কোন হিন্দি মুভির গান নেই যে আপনি এখান থেকে ডাউনলোড করতে না পারবেন। গানের কোয়ালিটি খুব ভালো আর নতুন মুভি মুক্তি পাওয়ার সাথে সাথে এই সাইটে সে মুভির গান আপলোড করা হয়। দেরি না করে এখনি নামিয়ে নিন আপনার প্রিয় মুভির গান... সাইটি হলো http://www.songs.pk এছাড়া আরো একটি সাইট টি দিলাম এটাতেও অনেক গান আছে http://downloadming.com আপনি এই দুটি সাইট থেকেই অনেক মুভির গান ZIP ফোল্ডারে পাবেন । এখানে আরো পাবেন পপ, রিমিক্স সহ আরো নানা ধরনের গান একমার ভিজিট করে আসলেই সব বুঝে যাবেন........... :)
High quality হিন্দি ভিডিও গান ডাউলোড করার জন্য http://www.funmaza.com এই সাইটটি খুবই ভালো।
আরো কিছু সাইটের ঠিকানা দিলাম যেখান থেকে আপনি বাংলা নাটক, সিরিলাম, সিনেমা দেখতে ও ডাউনলোড করতে পারবেন # http://www.dramaserials.com এখানে অনেক বাংলা ড্রামাসিরিয়াল যাবেন যা অনলাইনে দেখতে পাবেন এবং ইচ্ছে করলে ডাউনলোড করতে পাবেন।
সকলকে অনেক অনেক ধন্যবাদ....... আশা করি কাজে লাগবে আমার এই টিউনস্ টি । সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো :) সেই শুভ কামনায় ......................

Saturday, November 10, 2012

ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিন

লিখেছেন: এইচ.এম.সাহেদ সালমান | তারিখ:   শনিবার সময় ৬.৩৩  সন্ধা  | ১২ বার দেখা  | ৬ টি মন্তব্যসমূহ ।



জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।
এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)। একই ভাবে network.http.proxy.pipelining,network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন। এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫, ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০, content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000, content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000, browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন। ব্যাস এবার দেখুন ফায়ারফক্সের গতি আগের তুলনায় বেড়েছে।


I would like to get on Facebook 

"click here

again.


Post by ................... H.M.Shahed Salman

Wednesday, November 7, 2012

উইন্ডোজ এক্সপি (Windows XP) ইন্সটল করুণ ইউ এস বি (USB) যেকোন ফ্ল্যাশ ডিস্ক দিয়ে।

 

লিখেছেন: এইচ.এম.সাহেদ সালমান | তারিখ: বুধবার  সময় ৩.৩৩  পূর্বাহ্ন   | ১২ বার দেখা  | ৬ টি মন্তব্যসমূহ ।

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এটা আমার প্রথম পোস্ট জানিনা কেমন লিখব । তার পরও লিখে চললাম জানিনা আপনার মন  জয় করতে পারব কিনা না।

শিরোনাম পড়েই হয়তো বুঝে গেছেন যে আমি কি বিষয়ে পোস্ট লিখতে চলেছি। বর্তমান যুগে ইউ এস বি (USB) এর প্রয়োজনীয়তা এত বেড়েছে তা বলে বা লিখে প্রকাশ করা যাবে না। তাই আজ আমি আপনাদের সাথে ইউ এস বি (USB) দিয়ে কিভাবে উইন্ডোজ ইন্সটল করবেন তাই দেখাব।
অনেকের ল্যাপটপ অপটিক্যাল সিডি রোম বা ডেক্সটপ পিসির সিডি রোম নষ্ট হয়ে যাওয়ার কারনে উইন্ডোজ ইন্সটল করা অনেক ঝামেলার হয়। এখন তো ‍"ইউ এস বি" (USB) এর প্রয়োজনীয়তা আর বেশি পরিমাণে প্রয়োজন তার কারণ এখন নেটবুক লেপটপ বের করেছে বিভিন্ন কোম্পানী যার মধ্যে সিডি/ডিভিডি নেই। তাই সেই ঝামেলা থেকে মুক্তি দিতে আপনাদের জন্য আমার এই পোস্ট।




প্রথম ধাপঃ ডাউনলোড

এখানে ক্লিক করে সফটওয়্যার টি জিপ (*.zip) আকারে ডাউনলোড করুণ  এবং সেটি ওপেন করুণ। একটি ফোল্ডার পাবেন সেটাকে আপনার যেকোনো একটি ড্রাইভ যে ড্রাইভে ৭৫০ মেগাবাইট খালি আছে সেখানে রাখুন।




দ্বিতীয় ধাপঃ ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক প্রয়োজন

এবার আপনার পিসিতে ৭৫০ মেগাবাইট ধারণ ক্ষমতা সম্পন্ন একটা মেমোরি কার্ড বা যেকোনো USB ফ্ল্যাশ ডিস্ক প্রবেশ করান।
মনে রাখবেনঃ USB তে যে ডিভাইস টি প্রবেশ করিয়েছেন তার মধ্যে প্রয়োজনীয় কোন ফাইল থাকলে সরিয়ে রাখুন কারন সেটা ফরম্যাট করতে হবে।


তৃতীয় ধাপঃ ফরম্যাট ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক

মনে রাখবেনঃ নিচের সকল ধাপ গুলো উইন্ডোজ এক্সপি দিয়ে করতে হবে। অন্যান্য অপারেটিং সিস্টেম দিয়ে করলে হয়তো ছোট-খাটো সমস্যা হতে পারে। আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কোন সমস্যা নাই।
আপনার ডাউনলোড করা সেই ফোল্ডার টি অপেন করুণ এবং সেখানে USB_MultiBoot_10.cmd নামে একটি ফাইল আছে সেটা ওপেন করুণ
। দেখুন নিচের চিত্রের মত একটি উইন্ডো ওপেন হয়েছে।

কিবোর্ড থেকে যেকোনো একটি বাটন চাপ দিন। আবার আগের উইন্ডো তে নতুন ম্যাসেজ সেখানে ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক ফরম্যাট করার জন্য কয়েক ধরনের সফটওয়্যারের বর্ননা দেয়া আছে।



আমরা উপরের দেখা চিত্রের দেখানো ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক ফরম্যাট করার জন্য প্রথম সফটওয়্যার টা ব্যাবহার করব। তার জন্য কিবোর্ড থেকে P লিখে এন্টার বাটনে চাপ দিন। নিচের চিত্রের মত নতুন উইন্ডো আসবে।

এবার সব কিছু বহাল রেখে স্টার্ট (Start) বাটনে ক্লিক করুণ।

ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ

আবারও ইয়েস (Yes)  বাটনে ক্লিক করুণ

এবার ওকে (OK) বাটনে ক্লিক করুণ
এবার PeToUSB সফটওয়্যার টি বন্ধ করলেই আগের উইন্ডোতে নিচের চিত্রের মত নতুন ম্যাসেজ আসবে।

চতুর্থ ধাপঃ ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক এ উইন্ডোজ এক্সপি ডাউনলোড

এখন আপনার পিসিতে উইন্ডোজ এক্সপির একটা সিডি প্রবেশ করান (কি? আপনার সিডি রোম নষ্ট? এক্ষনি কারও ধার করেন আনেন। বা আপনার হার্ড ডিস্ক এ যদি উইন্ডোজ এক্সপির সিডি কপি করা থাকলে সিডি রোমের প্রয়োজন নাই।) এক্সপির সিডিটা হয়তো অটমেটিক ওপেন হতে পারে সেটাকে বন্ধ করুণ।

উপরের দেখা চিত্রে দেখানো উইন্ডোতে কিবোর্ড থেকে ১ (1) লিখে এন্টার বাটনে চাপ দিন। নিচের চিত্রের মত আসবে।

এবার কোনটি আপনার প্রবেশ হওয়া উইন্ডোজ এক্সপির সিডি ড্রাইভ টি দেখিয়ে দিন বা আপনার হার্ড ডিস্ক এর কোন জায়গাই উইন্ডোজ এক্সপির সিডি কপি করা আছে তা দেখিয়ে দিয়ে ওকে (OK) করুণ। নিচের মত একটি উইন্ডো আসবে।

উপরে চিত্রের উইন্ডো তে ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ। নিচের চিত্রের মত আসবে।

উপরে চিত্রের উইন্ডো তে ইয়েস (Yes) বাটনে ক্লিক করলে এখনি প্রয়োজনীয় তথ্য দিয়ে দিতে হবে এতে উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় কম সময় লাগবে ও অটোমেটিক ইন্সটল হবে। নো (No) বাটনে ক্লিক করলে এখন কিছু প্রয়োজনীয় তথ্য ও উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে উইন্ডোজ ইন্সটল করতে হবে। আর যদি ক্যানসেল (Cancel) করেন তাহলে উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় সকল তথ্য দিতে হবে।
আমার মতে সেখানে ইয়েস (Yes) করাটাই ভালো হবে। তাই ইয়েস করুণ এবং নিচের চিত্র অনুযায়ী আপনার প্রয়োজনীয় তথ্য দিন।

এখানে আপনার নাম দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ যেমনঃ Aminul Islam

এখানে আপনার অরগানাইজেশন এর নাম দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ যেমনঃ BD RONG DOT COM

এখানে উইন্ডোজ এক্সপির সিরিয়াল নং দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ। মনে রাখবেনঃ এখানে যে সিরিয়াল টি দেয়া আছে সেটা উইন্ডোজ ইন্সটল করার পর এক মাস মেয়াদ হবে। তাই আপনার সিডির সাথে দেয়া সিরিয়াল ব্যবহার করুণ।

এখানে আপনার পিসির কি নাম রাখবেন তা লিখুন। মনে রাখবেনঃ এমন একটি নাম ব্যবহার করুণ যে নামটি আপনার ফুল নেম ও ইউজার নেম এর সাথে হুবহু না মিলে যায়।

এখানে Administrator একাউন্টের জন্য পাসওয়ার্ড দিন। না দিতে চাইলে স্টার (*) লিখে ওকে করুণ।

এখানে আপনার টাইম জোন এর কোড দিন। এখানে বাংলাদেশ এর টাইমজোন নাই তাই বলে চিন্তার কোন কারন নাই। ২০৫ লিখে দিন এবং উইন্ডোজ ইন্সটল করার পর টাইম ঠিক করে নিবেন।

যারা ল্যান নেটওয়ার্ক ব্যবহার করেন তারা এখানে তাদের ওয়ার্কগ্রুপ  এর নাম দিন। আর যারা এই সম্বন্ধে বুঝেন না তারা WORKGROUP  লিখে ওকে করুণ।

এখানে আপনার ব্যবহারকারী নাম দিন যে নামটা স্টার্ট মেনুতে দেখা যাবে।

একবার চোখ বুলিয়ে দেখেনিন সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক থাকলে ওকে (OK) বাটনে ক্লিক করুণ। এবার আগের উইন্ডো তে নিচের মত নতুন ম্যাসেজ আসবে।

এবার এখানে ২ (2) লিখে এন্টার বাটনে চাপ দিন দেখুন নিচের মত একটা উইন্ডো আসবে।

এবার আপনার পিসিতে যুক্ত হয়ে থাকা আপনার ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক টি নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করুণ। আগের উইন্ডো তে ফেরত যাবে। সেখানে ৩ (3) লিখে এন্টার বাটনে চাপ দিন তাহলেই আপনার USB ফ্ল্যাশ ডিস্ক এ উইন্ডোজ এর সেটাপ ফাইল গুলো কপি হওয়া সুরু করবে।

কপি চলাকালীন উইন্ডো টি উপরের চিত্রের মত স্ক্রলিং হতে থাকবে। কপি সুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে নিচের চিত্রের মত একটি ম্যাসেজ  আসতে পারে।

এখানে ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ।

কপি হচ্ছে ………………………………… ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে। এর মধ্যে আবারও নিচের মত একটি মাসেজ আসবে।


এখানেও ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ।
ব্যাস হয়ে গেছে এবার যেকন একটি বাটনে চাপ দিন সাথে সাথে উপরের উইন্ডো টি বন্ধ হয়ে যাবে। হয়ে গেল আপনার বুটেবল USB ফ্ল্যাশ ড্রাইভ।

পঞ্চম ধাপঃ উইন্ডোজ ইন্সটল

এবার যে পিসিতে উইন্ডোজ টি ইন্সটল করবেন সেই পিসিতে আপনার বানানো বুটেবল USB ফ্ল্যাশ ড্রাইভ টি যুক্ত করে পিসি রিস্টার্ট করুণ|
বুট করার জন্য বায়োস সেটাপ থেকে  First Boot হিসেবে Removal Device সিলেক্ট করুণ।  কিছু কিছু পিসিতে F2,F9,F10,Del,Esc তে বুট মেনু আসে সেখানেও First Boot হিসেবে Removal Device সিলেক্ট করতে পারেন।

মনে রাখবেনঃ কিছু কিছু পুরাতন পিসিতে USB ফ্ল্যাশ ড্রাইভ থেকে বুট নাও হতে পারে সেক্ষেত্রে আমার কোন দোষ নাই।

উপরের সকল কাজ গুলি ঠিক-ঠাক ভাবে সম্পন্ন করতে পারলে বুট মেনু তে নিচের চিত্রের মত আসবে।

এই মেনু থেকে প্রথম অপশন (1. Begin TXR Mode Setup Windows XP, Never unplug USB-Drive Until Logon) নির্বাচন করে এন্টার বাতনে চাপ দিন।
নিচের উইন্ডোর মত উইন্ডোজ এর সকল সেটাপ ফাইল কপি হওয়া সুরু করবে।

এর পরে যেভাবে উইন্ডোজ এর সিডি থেকে ইন্সটল করে থাকেন সেই সকল পদ্ধতি অনুসরণ করুণ। সেটাপ চলা কালীন প্রথম রিস্টার্ট হওয়ার পর আবার সেই বুট মেনু থকে First Boot হিসেবে Removal Device সিলেক্ট করুণ। এবং নিচের চিত্র অনুযায়ী দ্বিতীয় অপশন (2. and 3. Continue with GUI Setup Windows XP + Start XP From HD1 ) নির্বাচন করে এন্টার বাটনে চাপ দিন।

একই ভাবে উইন্ডোজ এর সিডি থেকে ইন্সটল করে থাকেন সেই সকল পদ্ধতি অনুসরণ করুণ।

মনে রাখবেনঃ উইন্ডোজ সেটাপ চলাকালীন ভুল করেও আপনার USB ফ্ল্যাশ ড্রাইভ আপনার পিসি থেকে ডিস্কানেক্ট করবেন না।

মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই উইন্ডোজ এক্সপি ইন্সটল হয়ে যাবে।
আমার লেখা প্রথম পোস্ট টি আপনাদের কেমন লেগেছে ও আপনার কি কি বুঝতে সমস্যা হচ্ছে তা আমাকে মন্তব্যের মাধ্যমে জানান।

I would like to get on Facebook 

"click here

again.


Post by ................... H.M.Shahed Salman